Ads Area

মাসিক বেতন 19,250 টাকা ! রাজ্যের DM অফিসে চাকরি, আবেদন চলছে

 


জলপাইগুড়ি জেলার ডিএম অফিসের তরফে West Bengal DM Office Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জেলার শিশু সুরক্ষা দপ্তরে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর, প্যরা মেডিক্যাল স্টাফ, হাউস কিপার, হাউস ফাদার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। 

West Bengal Child Protection Unit Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা এবং আবেদন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক নীচে দেওয়া হলো।

Jalpaiguri DM Office Recruitment 2022 -এ আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। 

West Bengal Group D Recruitment 2022 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। 

পদের নাম-

  • Child Welfare Officer
  • Counsellor 
  • Para Medical Staff 
  • Housekeeper 
  • House Father 

মোট শূন্যপদ-

  • Child Welfare Officer- 01 টি
  • Counsellor- 01 টি
  • Para Medical Staff- 02 টি
  • Housekeeper- 01 টি
  • House Father- 01 টি

মাসিক বেতন- 

  • Child Welfare Officer- 19,250/- টাকা
  • Counsellor- 19,250/- টাকা 
  • Para Medical Staff- 12,000/- টাকা
  • Housekeeper- 12,000/- টাকা 
  • House Father- 12,100/- টাকা

আবেদন শুরু- 09/06/2022

আবেদন শেষ- 30/06/2022

বয়সসীমা-  

  • Child Welfare Officer- 21 বছর থেকে 40 বছর 
  • Counsellor- 24 বছর থেকে 40 বছর
  • Para Medical Staff- 21 বছর থেকে 40 বছর
  • Housekeeper- 18 বছর থেকে 40 বছর
  • House Father- 21 বছর থেকে 40 বছর

আবশ্যিক যোগ্যতা- 

  • Child Welfare Officer- সোশ্যাল ওয়ার্ক/ফিজিওলজি/সোশিওলজিতে স্নাতক হতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • Counsellor- সোশ্যাল ওয়ার্ক/ফিজিওলজি/সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • Para Medical Staff- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং নার্সিং/ফার্মাসিতে ডিপ্লোমা করা থাকতে হবে। কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • Housekeeper- মাধ্যমিক পাশ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • House Father- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

    নিয়োগ পদ্ধতি-

    • লিখিত পরীক্ষা 
    • কম্পিউটার টেস্ট 
    • ইন্টারভিউ 

    আবেদন মূল্য-

    উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

    আবেদন পদ্ধতি-

    • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
    • নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। 
    • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। 
    • নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। 
    • নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে। 
    • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ District Social Welfare Officer, Social Welfare Section, Collectorate Building, Ground Floor, Jalpaiguri
    • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
    • অফলাইনে আবেদন করার শেষ তারিখ 30/06/2022

    প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

    • বয়সের প্রমানপত্র
    • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
    • জাতিগত শংসাপত্র 
    • বসবাসের প্রমানপত্র
    • অভিজ্ঞতার শংসাপত
    • নিজের সই করা ছবি
    • অন্যান নথিপত্র

    Important Links

    Join Telegram: Click Here

    Official Notification: Download Now

    Application Form: Download Now

    Official Website: Click Here







    Post a Comment

    0 Comments