Ads Area

RRB Technician Recruitment 2024 | ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ - SKILL BANGLA

RRB Technician Recruitment 2024 Total post-9144 | ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ | SKILL BANGLA - skillbangla.in

RRB Technician Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) -এর তরফে ৯১৪৪ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সবাই এখানে আবেদন করতে পারবেন।এই সমস্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৯ মার্চ ২০২৪ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ৮ এপ্রিল ২০২৪ তারিখে। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।



Employment No.- 02/2024
মোট শূন্যপদ - ৯১৪৪ টি।
আবেদনের শেষ তারিখ - ৮ এপ্রিল, ২০২৪


পদের নাম (RRB Technician Recruitment 2024)

  • Technician Grade-1
  • Technician Grade-3


শূন্যপদ (RRB Technician Recruitment 2024)

  • Technician Grade-1 : ১০৯২ টি
  • Technician Grade-3 : ৮০৫২ টি


বয়সসীমা (RRB Technician Recruitment 2024)

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসেব করতে হবে ০১-০৭-২০২৪ তারিখ অনুযায়ী।

  • Technician Grade-1 : ১৮ থেকে ৩৬ বছর।
  • Technician Grade-3 : ১৮ থেকে ৩৩ বছর।


শিক্ষাগত যোগ্যতা (RRB Technician Recruitment 2024)

  • Technician Grade-1 : এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Physics / Electronics / Computer Science / Information Technology/ Instrumentation এ বিজ্ঞান বিভাগে ব্যাচেলর ডিগ্রি পাস করে থাকতে হবে। অথবা, Physics/ Electronics/ Computer Science/Information Technology/ Instrumentation এর যেকোন শাখায় B.Sc পাশ করে থাকতে হবে। অথবা, বেসিক স্ট্রিমে Engineering নিয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
  • Technician Grade-3 : এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে। অথবা, মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপে কোর্স সম্পূর্ন করে থাকলে আবেদন করতে পারবেন।
  • এছাড়া আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।


আবেদন মূল্য (Application Fees)

আবেদন ফি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে।

  • SC/ ST/ Ex-Servicemen/ PH/ Female / Transgender/ Economically Backward Class (EBC) প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে Computer Based Test (CBT) -তে উপস্থিত হলে ২৫০/- টাকা রিফান্ড পাবেন।
  • General/OBC/ EWS বাকি সমস্ত প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে Computer Based Test (CBT) -তে উপস্থিত হলে ৪০০/- টাকা রিফান্ড পাবেন।


মাসিক বেতন (RRB Technician Recruitment 2024)

  • Technician Grade-1 : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত ।
  • Technician Grade-3 : ১৯,৯০০ টাকা থেকে ৫৬,২০০ টাকা পর্যন্ত ।


নির্বাচন পদ্ধতি (Selection Process)

  1. Computer Based Test (CBT)
  2. Document Verification (DV)
  3. Medical Examination (ME)


আবেদন প্রক্রিয়া (Apply Process)

  1. আবেদন করার জন্য প্রথমে www.rrbapply.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. তারপর Apply তে ক্লিক করে Create An Account এ ক্লিক করতে হবে।
  3. তারপর নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  5. সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. আবেদন ফি জমা করতে হবে।
  7. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।


Apply Now

OFFICIAL NOTIFICATION



 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥


 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥

Post a Comment

0 Comments