Ads Area

SSC Sub Inspector Recruitment 2024 | ৪১৮৭ শূন্যপদে সাব-ইন্সপেক্টার নিয়োগ - skillbangla.in

SSC Sub Inspector Recruitment 2024 | ৪১৮৭ শূন্যপদে সাব-ইন্সপেক্টার নিয়োগ | SKILL BANGLA - skillbangla.in

SSC Sub Inspector Recruitment 2024 : চাকরি প্রার্থীদের জন্য এক বিশাল সুখবর । এসএসসি কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাব-ইন্সপেক্টর পদের জন্য। এই বিজ্ঞপ্তিতে ৪,১৮৭ টি খালি পদে নিয়োগ করা হবে। যে কোন পশ্চিমবঙ্গের জেলা থেকে ভারতীয় নাগরিক, পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। SSC Sub Inspector Recruitment Notification 2024



Employment No.- HQ-C1208/1/2024-C1/2
মোট শূন্যপদ - ৪১৮৭ টি ।
আবেদনের শেষ তারিখ - ২৮ মার্চ, ২০২৪ ।


পদের নাম (SSC Sub Inspector Recruitment 2024)

  • সাব ইন্সপেক্টর।


শূন্যপদ (SSC Sub Inspector Recruitment 2024)

  • পুরুষ : ৩৮১৮ টি
  • মহিলা : ৩৯৬ টি


বয়সসীমা (SSC Sub Inspector Recruitment 2024)

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

  • চাকরি প্রার্থীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে


শিক্ষাগত যোগ্যতা (SSC Sub Inspector Recruitment 2024)

  • এই শূন্যপদগুলিতে আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
  • এছাড়া আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।


আবেদন মূল্য (Application Fees)

আবেদন ফি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে।

  • এখানে আবেদন জানাতে হলে Unreserved এবং OBC চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা দিতে হবে এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী এবং মহিলাদের আবেদন মূল্য জমা দিতে হবে না।


মাসিক বেতন (SSC Sub Inspector Recruitment 2024)

  • এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হচ্ছে ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত ।


নির্বাচন পদ্ধতি (Selection Process)

  1. Tier-I পরীক্ষা।
  2. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)।
  3. Tier-II পরীক্ষা।
  4. ডকুমেন্ট ভেরিফিকেশন।
  5. মেডিকেল পরীক্ষা।


আবেদন প্রক্রিয়া (Apply Process)

  1. সবার আগে ssc.nic.in পোর্টালে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
  2. SSC সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  3. তারপর নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করতে হবে।
  5. আবেদন ফি জমা করতে হবে।
  6. সবশেষে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।


Apply Now

OFFICIAL NOTIFICATION



 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥


 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥

Post a Comment

0 Comments